Sunday, August 9, 2015

বিশ্ব আদিবাসী দিবস

বিশ্ব আদিবাসী দিবস পালিত হচ্ছে আজ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসী জনগণকে ‘উপজাতি, নৃ-গোষ্ঠী, ক্ষুদ্র জাতিসত্তা বা সম্প্রদায়’ হিসেবে অভিহিত করেছে সরকার। সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করে আদিবাসী নেতৃবৃন্দ তাদের মতো করে দিবসটি পালন করছে।
আদিবাসী নেতাদের মতে, বাংলাদেশে ৪৫টি জাতিসত্তার প্রায় ৩০ লাখ আদিবাসী রয়েছে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে পাহাড়ি ও সমতল অঞ্চলের বিভিন্ন আদিবাসী সংগঠন। আদিবাসীদের দাবি এখন পর্যন্ত এড়িয়ে চলেছে সরকার।

প্রধানমন্ত্রী

রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় সব বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা দুইটা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএস’র মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
পাসের হার কমে যাওয়া বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পরীক্ষার্থীরা এবার বাড়তি ক্লাস দূরে থাক, রাজনৈতিক অস্থিরতায় নিয়মিত ক্লাসও করতে পারেনি। ফলাফলে তারই প্রভাব পড়েছে।’

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ৬৯.৬০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে ৪২,৮৯৪ জন।
গত বছর গড় পাসের হার ছিল ৭৮.৩৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৭০,৬০২ জন। সে হিসাবে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এক রকম ধস নেমেছে।
এবার কুমিল্লা বোর্ডে ৫৯.৮০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৬৩.৪৯ শতাংশ, সিলেট বোর্ডে ৭৪.৫৭ শতাংশ, দিনাজপুরে ৭০.৪৩ শতাংশ পাস করেছে। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ শতাংশ ও কারিগরি বোর্ডে পাস করেছে ৮৫.৬৮ শতাংশ।
রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় সব বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। এরপর বেলা দুইটা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান, বোর্ডের ওয়েবসাইট ও এসএমএস’র মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
পাসের হার কমে যাওয়া বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘পরীক্ষার্থীরা এবার বাড়তি ক্লাস দূরে থাক, রাজনৈতিক অস্থিরতায় নিয়মিত ক্লাসও করতে পারেনি। ফলাফলে তারই প্রভাব পড়েছে।’
গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার ১০ লাখ ৭৩,৮৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

কিছু কথা

বাংলাদেশের সৈকত নগরী কক্সবাজার। দেশের পর্যটন ভাবনার প্রায় সবটুকু জুড়েই এই নগরী।